শিক্ষা

কুমিল্লায় এসএসসি, এইচএসসির পর জেএসসিতেও ফল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি ও এসএসসির ফল বিপর্যয়ের পর এবার জেএসসিতেও ফল বিপর্যয় হয়েছে। জেএসসিতে পাসের হারের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে কুমিল্লা শিক্ষা বোর্ড। ফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর জেএসসিতে সারা দেশে গড় পাসের হার ৮৩.৬৫ শতাংশ হলেও কুমিল্লা বোর্ডে পাসের হার ৬২.৮৩ শতাংশ। কুমিল্লা বোর্ডের অধীনে ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন। এছাড়া এ বছর কুমিল্লা বোর্ডে মাত্র ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৩৪৮টি। রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/রফিক