শিক্ষা

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তির সাক্ষাৎকার স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’ এর অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। রোববার সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল। অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। সাক্ষাৎকারের নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান আরো জানান, ৩টি সরকারি ও ৩টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা নেয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ। ৫ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ইউনিটের ৯৬০টি আসনের বিপরীতে ৪ হাজার ৪৭০ শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৩ হাজার ৯৫২ জন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৮৬১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭২ দশমিক ৩৯ ভাগ। রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/হাসান/ইভা