শিক্ষা

বাংলাদেশ সম্ভাবনার উজ্জ্বল সময় অতিক্রম করছে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ এখন উজ্জ্বল সম্ভাবনার সময় অতিক্রম করছে। সম্ভাবনাময় বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদেরই গুরুদায়িত্ব পালন করতে হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ যে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার জলসীমা জয় করেছে, গবেষণার মধ্য দিয়ে সেখানকার মৎস্যসম্পদের উন্নয়নে এই চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে। রোববার বিকেলে চট্টগ্রামের খুলশিস্থ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, তোমরা অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করবে না। বিবেক বিকিয়ে দেবে না।  লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে আরো অর্থবহ করতে তোমাদের অবদান রাখতে হবে।  মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা, দেশপ্রেম হোক তোমাদের চলার পথের পাথেয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য ছাত্র-শিক্ষকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের হতে হবে স্নেহপ্রবণ ও অভিভাবকতুল্য। অনুষ্ঠানে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ. কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সমাবর্তনে ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ও মৎস্যবিজ্ঞান অনুষদ থেকে মোট ৮৪৪ জনকে স্নাতক, ২১৬ জনকে  স্নাতকোত্তর ও দুজনকে ডক্টর অব ফিলসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি। রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/শাহেদ