শিক্ষা

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। শুধুমাত্র শুক্রবার করেই সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৪ মে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম শিকদার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের ৩৩৯টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৪৫১ জন শিক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ১ লাখ ১ হাজার ১৪২ জন পুরুষ এবং ৭২ হাজার ৩০৯ জন নারী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হচ্ছে।

   

রাইজিংবিডি/গাজীপুর/১ মার্চ ২০১৮/হাসমত আলী/এসএন