শিক্ষা

ঢাবি ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার : ৪ বাস থানায়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ট্রাস্ট পরিবহনের চার বাস আটক করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে গাড়িগুলো থানায় সোপর্দ করা হয়। রোববার রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে বলেন, ‘এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে চারটি বাস আটক আছে থানায়। রোববার দুপুরে শাহবাগে শিক্ষার্থীরা বাসগুলো আটক করে।’ শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী  শাহবাগ থেকে ট্রাস্ট পরিবহনের বাসে চড়ে মিরপুর যাচ্ছিল। এ সময় চালকের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার করে। এ কারণে বিক্ষুব্ধ ওই ছাত্রী কারওয়ান বাজারে নেমে যায়। ফেসবুকে গণপরিবহনে নিরাপত্তা, ধর্ষণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে একটি গ্রুপ থেকে এ খবর ছড়িয়ে পড়লে বাসগুলো আটক করে শিক্ষার্থীরা। রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/মাকসুদ/ইভা