শিক্ষা

রাবিতে আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি চালু

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রন্থাগারিক   মরহুম আলাউদ্দিন তালুকদারের নামে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। মঙ্গলবার ডিনস্ কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ খালিদ আলমের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক মো. আরমানুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফখরুল ইসলাম ও শিক্ষাবৃত্তিদাতা হাসিনা তালুকদার। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়। প্রতিবছর বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন মেধাবি ও অসচ্ছল শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৮/মেহেদী হাসান/শাহেদ