শিক্ষা

\`বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে\`

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সম্প্রতি একের পর এক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। শিক্ষার্থীরা বলেন,  ‘যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা না দেবে ততক্ষণ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।’ মঙ্গলবার বিজ্ঞান গ্রন্থাগারের প্রবেশ মুখে কালো ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেন বিভাগের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী। এসময় তাদের হাতে ‘এমন ক্যাম্পাসই কি আমরা চেয়েছিলাম?’, ‘ক্যাম্পাস অনিরাপদ কেন?’,  ‘আমাদের ক্যাম্পাসে আমরা কেন আক্রান্ত?’ লেখা প্ল্যাকার্ড ছিল। শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ক্যাম্পাসে আমরাই আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের শিক্ষকদের ওপর এভাবে হামলা করা হচ্ছে, আমাদের ওপর হামলা করা হচ্ছে, কিন্তু প্রশাসন চুপ করে বসে আছে। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ থাকতে চাই। নির্ভয়ে ক্লাসে আসতে চাই।’ তারা আরো বলেন, ‘আমাদের সঙ্গে যেসব অন্যায়-অত্যাচার হচ্ছে তার বিচার দাবির অধিকার আমাদের রয়েছে। কিন্তু সেই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না।’ পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদি বলেন, ‘গত ২ জুন অমাদের বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিঠুকে শাহবাগ ওভারব্রিজের ওপর থেকে ধরে নিয়ে বিশ্ববিদ্যায়েরই কিছু সন্ত্রাসী পাবলিক লাইব্রেরির মধ্যে নিয়ে মারধর করে। সে এখনও অসুস্থ। তার চিকিৎসার দায়ভার বিশ্ববিদ্যালয় বহন করছে না।’ অন্য এক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়েরই ছাত্র হয়ে যারা অন্য ছাত্র ও শিক্ষকদের ওপর হামলা চালায় তারা যে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তা বলতে লজ্জা লাগে। তারা অন্তত শিক্ষার্থী নয়, তারা সন্ত্রাসী।’ এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে জড়িত আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানান। রাইজিংবিডি/ঢাকা/১৭জুলাই ২০১৮/ইয়ামিন/এনএ