শিক্ষা

মতিঝিল আইডিয়ালে পাসের হার ৯৮.৯৬

নিজস্ব প্রতিবেদক : মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবার পাসের হার ৯৮ দশমিক ৯৬। এ বছর কলেজটির বিভিন্ন বিভাগ থেকে মোট ১১৫৮ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ৯৮ দশমিক ৯৬ শতাংশ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪৬২ শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরও অন্যান্যবারের মতো আনন্দ উচ্ছ্বাস দেখা যায়নি। কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘প্রযুক্তির কারণে এসএমএস ও ইন্টারনেটে আগেই ফল জেনে যাচ্ছে পরীক্ষার্থীরা। শুধু ফল নয় কোনো বিষয়ে কত পেয়েছে তাও জেনে যাচ্ছে। তাই আগের মত ফল জানতে কলেজে আসার প্রয়োজন হয় না।’ তিনি বলেন, ‘আগে ফল ঘোষণার দিন শিক্ষার্থী-অভিভাবকরা দুপুর থেকে বসে থাকত। ফল শোনার পর উচ্ছ্বাস আনন্দে মেতে উঠতো। কিন্তু প্রযুক্তির কারণে বাসাতেই ফল জানতে পারায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নাচ-গানে উল্লাস করতে দেখা যায় না।’ ফলাফল সম্পর্কে মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষ বলেন, ‘ছাত্রীরা ভালো করেছে। তাদের সাফল্যে আমারা সন্তুষ্ট।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/ইয়ামিন/শাহনেওয়াজ