শিক্ষা

শাবির ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান)ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলী পরে জানানো হবে। ভর্তি কমিটির সভাপতি স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ে ১৫২ তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০৯তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদিত হয় বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি ড. শামসুল হক প্রধান। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমদ। ড. শামসুল হক প্রধান মঙ্গলবার সন্ধ্যায় রাইজিংবিডিকে জানান, সেশনজট দূর করার লক্ষ্যে ১  জানুয়ারি থেকেই নতুন বর্ষের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য বিগত বছরের তুলনায় এবার কিছুটা আগে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি  কমিটির সদস্যরা এরই মাঝে ভর্তি প্রক্রিয়ার যাবতীয় বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন। শিগগিরই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি। রাইজিংবিডি/ সিলেট/ ০৭ আগস্ট ২০১৮/নোমান/শাহেদ