শিক্ষা

জবিতে যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ

জবি প্র‌তি‌নি‌ধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যৌন নিপীড়ন বিরোধী সচেতন সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ সময় নারী উক্ত্যক্তকরণ, যৌন হয়রানি-নিপীড়ন ও নারীদের প্রতি অসহিঞ্চুতার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়। সোমবার বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা, নারীদের প্রতি সকল বৈষম্য, নিষ্ঠুরতা, যৌন হয়রানি ও নিপীড়নসহ সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলা এবং মূল্যবোধের অবক্ষয়, মাদকাসক্তি, মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকল ধরনের নির্যাতন মুক্ত নারী-পুরুষের সমতাপূর্ণ সুস্থ মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। সমাবেশে সংগঠনের প্রকাশনা উপ-পরিষদ কেন্দ্রীয়  কমিটির সম্পাদক সারাবান তহুরার সভাপতিত্বে লিগ্যাল অ্যাডভোকেসির পরিচালক মাকসুদা আখতার লাইলী, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগর, সুত্রপুর থানা ঊদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আবু তাহের বকুল, ঢাকা মহানগর লিগ্যাল এইড এর সম্পাদক শামিমা আফরোজ আইরীন ও জবি শাখা ছাত্রইউনিয়নের সাধারণ সম্পাদক রনিয়া সুলতানা ঝুমুর বক্তব্য রাখেন। গত শ‌নিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশ্য তা‌দের না‌মে মামলা না হওয়ায় পু‌লিশ তা‌দের‌কে ছে‌ড়ে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখ‌নো শা‌স্তিমুলক ব্যবস্থা নেয়‌নি। এর পরিপ্রক্ষিতে আজ ম‌হিলা প‌রিষদ এই  কর্মসূ‌চি পালন ক‌রে। রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৮ অ‌ক্টোবর ২০১৮/আশরাফুল/সাইফ