শিক্ষা

প্রথমবর্ষ ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের প্রথমবর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হচ্ছে। গড় উত্তীর্ণের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।  বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল ফোনের মেসেজ-এ গিয়ে NU<space>DEG<space>Roll.No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং সন্ধ্যা ৬টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে ফল পাওয়া যাবে। দেশের ১৮৬৪টি কলেজের ৬৯৩টি কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৯৪৭ জন (নিয়মিত ও মান্নোয়ন) পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো.  ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/গাজীপুর/৮ অক্টোবর ১০৮/হাসমত আলী/বকুল