শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রশ্নফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদকে। কমিটির অন্য সদস্যরা হলেন- জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাসুদুর রহমান। এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এটা একটা ডিজিটাল জালিয়াতি। বিষয়টি প্রশাসন দেখবে। আমি একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি। যেহেতু এটা একটা বড় পরীক্ষা। আর ঘটনাটি পরীক্ষার পরে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/হাসান/রফিক