শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষককে স্মরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: প্রয়াত তিন শিক্ষককে স্মরণ করলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এই শিক্ষক ত্রয়ী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই প্রয়াত শিক্ষকরা হলেন- প্রফেসর ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর, প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও প্রফেসর ড. মাখলুকুর রহমান। তারা সুনামের সাথে ইবিতে শিক্ষকতা করেন, যা আজো তাদের স্মরণীয় করে রেখেছে। ইবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রোববার অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি বাগান। একজন শিক্ষক যদি অকালে মারা যায় তাহলে আমাদের এই বাগান থেকে একটি ফুল ঝরে যায়।’ তিনি বিশেষভাবে মরহুম প্রফেসর ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর এর কথা স্মরণ করে বলেন, ‘তিনি দেশব্যাপী একজন খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হিসাবে পরিচিত ছিলেন। ইসলামের সঠিক ব্যাখা দেবার জন্য তার ভূমিকা ছিল অপরিসীম।’ বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, ‘আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে প্রকৃতির নিয়মে একটি শিশু জন্মগ্রহন করে ঠিক তেমনি তাঁর মৃত্যু অবধারিত। আমাদের সকলের এমন কিছু করা উচিত যার মাধ্যমে মৃত্যুর পরে কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেচেঁ থাকতে পারি। এছাড়াও তিনি তার বক্তব্যে পারস্পারিক হানাহানি, রেষারেষি ভুলে দল মত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবার জন্য সকলের প্রতি আহবান জানান।’ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ট্রেজারার পফেসর ড. মো: সেলিম তোহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, শোকসভার আহবায়ক প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নেছার উদ্দিন আহমদ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. এয়াকুব আলী, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর আব্দুল মুইদ, প্রফেসর ড. আ খ ম ওয়ালী উল্যাহ, প্রফেসর ড. মামুন, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, ও প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম, প্রয়াত শিক্ষক মরহুম প্রফেসর ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর এর জামাতা ড. মোঃ হাবিবউল্লাহ খন্দকার,  মরহুম প্রফেসর ড. মাখলুকুর রহমান এর ছেলে দায়রা জজ পারভেজ শাহরিয়ার ও মরহুম প্রফেসর ড. আবুল কালাম এর সহধর্মিনী শামিমআরা। দো’আ ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমদ। রাইজিংবিডি/ইবি/১৫ অক্টোবর ২০১৮/শাহাব উদ্দীন অসীম/টিপু