শিক্ষা

‘ফাঁস হওয়া প্রশ্নে নতুন শিক্ষার্থী ভর্তি মানি না’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। তিনি বলেন, ‘আমি ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে এখানে বসেছি। যে প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে সেটা ফাঁস হওয়া প্রশ্ন। ফাঁস হওয়া প্রশ্নে আপনারা নতুন শিক্ষার্থী ভর্তি করাবেন, এটা আমি মেনে নিতে পারি না।’ মঙ্গলবার রাতেও ঠান্ডা আবহাওয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন অব্যাহত রাখেন আখতার। বুধবার ভোরের আলো ফোটার পর কম্বল মুড়িয়ে ওই স্থানে শুয়ে থাকতে দেখা যায় জিয়াউর রহমান হলের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থীকে। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে অনশন শুরু করেন তিনি। এ সময় তার পেছনে কিছু প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা ছিল ‘যদি পরীক্ষা শুরুর এক মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায়, তবুও সেটা প্রশ্ন ফাঁস’, ‘প্রশ্নপত্রের নিরাপত্তা চাই’, ‘জালিয়াতদের বহিষ্কার চাই, হোতাদের বিচার চাই’, ‘অনশন’, ‘প্রশ্নফাঁস!!!? না, মেধাবীদের গলায় ফাঁস এ দায় নেবে কে?’ সম্বলিত স্লোগান। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দিন অনশনের পর মঙ্গলবার শেষরাতের দিকে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়েন আখতার। তার সহপাঠী-বন্ধুদের কেউ কম্বলটি সেখানে রেখে যায়। ঠান্ডা পরিবেশ থেকে তাকে সরে যেতে বললেও তিনি অস্বীকৃতি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশ করা একাডেমিক কার্যক্রমের অংশ। গণতান্ত্রিক পরিবেশে সবাই দাবি পেশ করতে পারে, তবে কে, কী দাবি করছে তা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।’  

এর আগে গত ১২ অক্টোবর ঢাবির প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় 'ঘ' ইউনিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান বাম ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন। প্রশ্ন ফাঁসের বিতর্কের মধ্যেই মঙ্গলবার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'ঘ' ইউনিটে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমরাতো তাদের জীবন নিয়ে খেলা করতে পারি না। মঙ্গলবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ' ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে ঢাবি প্রশাসন। এতে পাস করেছেন ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী। মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। প্রকাশিত ফল অনুযায়ী, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭০ হাজার ৪৪০ শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হন ১৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ১১ হাজার ৯৩৬ জন, মানবিকে ৪ হাজার ১৬৯ জন, ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৩৫৮ জন পাস করেছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/ইয়ামিন/ইভা