শিক্ষা

জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের অনুপস্থিত ৩০১০, বহিষ্কার ৫

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে ৩ হাজার ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন বহিষ্কার হয়েছে ৫ পরীক্ষার্থী। শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জেএসসিতে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ৯৮৩ জন, রাজশাহীতে ২২৮ জন, কুমিল্লায় ৫৮৪ জন, যশোরে ২০৬ জন, চট্টগ্রামে ৩১০ জন, সিলেটে ১৪৬ জন, বরিশালে ১৬৯ জন এবং দিনাজপুরে ৩৮৪ শিক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা বোর্ডে একজন করে মোট ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ বছর আট বোর্ডের অধীনে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দিচ্ছে। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ এবং ছাত্র ১২ লাখ ২৩ হাজার ৭৩২। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন বেশি। গত বছর এই পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন। এছাড়া এবার জেএসসিতে ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসিতে ৩৪ হাজার ২৫১ জন অনিয়মিত পরীক্ষার্থী। এক থেকে তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তারাও এবার ওইসব বিষয়ে পরীক্ষা দিচ্ছে। এই সংখ্যা জেএসসিতে ২ লাখ ৩০ হাজার ৭৮৫ এবং জেডিসিতে ৩০ হাজার ৫৪৮ জন। বিদেশের নয়টি কেন্দ্রে এবার ৫৭৮ জন জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/৩ নভেম্বর ২০১৮/ইয়ামিন/রফিক