শিক্ষা

ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে ওএমআরের অমিল

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের প্রশ্নপত্রের সঙ্গে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) শিটের অমিলের অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত ১ম শিফটের পরীক্ষায় এ অসঙ্গতি ধরা পড়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রশ্নপত্রে ৪ বিষয়ের মানবণ্টন রয়েছে। এতে প্রথমে ১ থেকে ৩০টি প্রশ্ন ইংরেজি, দ্বিতীয়তে ৩১ থেকে ৪৫টি ব্যবসায় শিক্ষা, তৃতীয়তে ৪৬ থেকে ৬০টি হিসাববিজ্ঞান এবং চতুর্থতে ৬১ থেকে ৮০টি লিখিত প্রশ্ন। কিন্তু ওএমআর শিটের ক্রমবিন্যাসে ছিল অমিল। সেখানে যথাক্রমে ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও লিখিত প্রশ্ন অংশ ছিল। ফলে প্রশ্নপত্রে যেখানে ব্যবসায় শিক্ষা ওএমআরে সেখানে হিসাববিজ্ঞান এবং প্রশ্নে যেখানে হিসাববিজ্ঞান ওএমআরে সেখানে ব্যবসায় শিক্ষা হয়েছে। প্রশ্নপত্রে ক্রমিক নম্বর ১ থেকে ৮০ থাকলেও ওএমআর শিটে লিখিত অংশের আলাদা ক্রমিক (১ থেকে ২০) ব্যবহার করা হয়েছে। এতে অনেক শিক্ষার্থী দ্বিধান্বিত হয়ে পড়েন। প্রশ্নপত্রের  সঙ্গে ওএমআর শিটের এমন অসঙ্গতিতে শিক্ষার্থীরা তাদের ফল ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে। যদিও হল পরিদর্শকের পক্ষ থেকে পরে নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগী এক শিক্ষার্থী ঝিনাইদহ থেকে আসা পূর্ণিমা। তিনি অনুষদ ভবনে পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘‘আমাদের কক্ষে আমি এ রকম নির্দেশনা পাইনি। তাহলে তো আমার রেজাল্ট আসবে না। এখন আমি কী করব? আমি এর সুষ্ঠু সমাধান চাই।’’ রংপুর থেকে আসা মেহেদী হাসান বলেন, ‘‘অনুষদ ভবনে আমার পরীক্ষা ছিল। আমি এমন নির্দেশনা পাইনি। প্রশ্নপত্র অনুযায়ী আমি উত্তর করেছি। এখন রেজাল্ট নিয়ে শঙ্কায় আছি।’’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তারা জানান, প্রশ্নের সঙ্গে ওএমআর শিটের কিছুটা অসঙ্গতির কথা তারা শুনেছেন। বিষয়টি গুরুতর নয়। খাতা মূল্যায়নে কোনো সমস্যা হবে না। ‘সি’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. অরবিন্দু সাহা বলেন, ‘‘একটু মুদ্রণত্রুটি হয়েছিল। যথাসময়ে ইন্সট্রাকশন দিয়ে ঠিক করে দিয়েছি।’’ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে বঞ্চিত না হয়, তারা সেদিকে লক্ষ্য রাখবেন। শিক্ষার্থীরা যদি অভিযোগ করে তাহলে প্রয়োজনে ম্যানুয়ালিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/৩ নভেম্বর ২০১৮/শাহাব উদ্দীন অসীম/বকুল