শিক্ষা

প্রাথমিক-ইবতেদায়ি পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদনের নিয়ম

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার যে সকল শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেননি তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। তবে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে আবেদন করা যাবে পুনঃনিরীক্ষণের। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে নম্বরে। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া  হবে তা জানিয়ে একটি । উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৯৮ টাকা হারে ফি প্রযোজ্য হবে। পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে subject code: DPE: বাংলা(111), ইংরেজি(112), গণিত(113), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়(114), সাধারণ বিজ্ঞান(115), ধর্ম(116)। EBT: বাংলা(121), ইংরেজি(122), গণিত(123), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান(124), কুরআন(125), আরবি(126)। রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৮/নাসির/সাইফ