শিক্ষা

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/ এমএসএড/এমপিএড/এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন আজ ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।  যে সকল প্রার্থী ক) মেধা তালিকায় স্থান পায়নি, খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, গ) ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে নতুন আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাইজিংবিডি/গাজীপুর/৯ জানুয়ারি ২০১৮/হাসমত আলী/বকুল