শিক্ষা

জকসু নির্বাচনের দাবিতে উন্মুক্ত আলোচনা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে উন্মুক্ত আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জবি হল ও টিএসসি উদ্ধার আন্দোলনের অন্যতম নেতা রুহুল আমিন। এতে বক্তব্য রাখেন- জবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিফতাহ আল ইহসান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা কামরুল ইসলাম ইমরান, বাংলা বিভাগের শিক্ষার্থী খবির উদ্দীন লাঞ্চু, অর্থনীতি বিভাগের শালিন সৌরভ। সভাপতির বক্তব্যে রুহুল আমিন বলেন, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাথে শিক্ষার্থীদের সংযোগ বৃদ্ধি, জাতীয় নেতৃত্ব সৃষ্টি এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতি পরিচালনার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন। আলোচনা সভায় অন্য বক্তারা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও আলোচনা সভায় যোগ দিয়ে জকসু নির্বাচনের দাবি জানান। রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৯/আশরাফুল/রফিক