শিক্ষা

জবিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

জবি প্র‌তি‌নি‌ধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট। মঙ্গলবার দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে  মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে বারবার সাংবাদিকরা নির্মম হামলার শিকার হচ্ছেন। সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা। সেখানে জবি প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। কর্তৃপক্ষের অসচেতনতা এবং অবহেলার কারণেও ক্যম্পাসে কিছু উগ্র শিক্ষার্থী সুযোগ পেয়ে যায়। এ সময় কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে, কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আহবায়ক জাহিদুল ইসলামের সাদেকের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল আললের সঞ্চালনায় এতে বক্তব্য রা‌খেন জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক ফারহানা রাহি, জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিপু রায়হান, বিডিনিউজ টুয়েন্টিফোরের ফখরুল ইসলাম, ইউএনবির আজিজুল হক, দৈনিক করতোয়ার শাপলা সোমাসহ সাংবাদিক জোটের অন্যান্য বক্তারা। মানববন্ধন শেষে সাংবাদিকরা কালোব্যাজ পরে ক্যাম্পাসে মৌন মিছিল করেন। রাইজিং‌বি‌ডি/ঢাকা/১৯ ফেব্রুয়া‌রি ২০১৯/আশরাফুল/সাইফ