শিক্ষা

কুবিতে অর্থনীতি ক্লাবের নতুন কমিটি

কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের অধিভুক্ত ‘অর্থনীতি ক্লাব’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদারকে সভাপতি, সহকারী অধ্যাপক রাফিয়া ইসলাম লিনাকে সহ-সভাপতি ও অর্থনীতি অষ্টম ব্যাচের শিক্ষার্থী আরিফুল হাসান খান বাপ্পিকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয় বিভাগের একাডেমিক কমিটি। নতুন কমিটিতে আমজাদ হোসাইনকে অর্থ সম্পাদক করে মোট ১৪ সদস্যের কমিটি দেওয়া হয়। এছাড়া নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম আকন্দ, ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, স্বর্ণা মজুমদার। রাইজিংবিডি/কুবি/২০ ফেব্রুয়ারি ২০১৯/দেলোয়ার/হাসান/সাইফ