শিক্ষা

রোকেয়া পরিষদ নামে প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে ‘রোকেয়া পরিষদ’ নামে পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করেছেন পাঁচজন ছাত্রী। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী মৌসুমীকে সহসভাপতি (ভিপি) ও অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্রী মনিরা চৌধুরী মিলাকে সাধারণ সম্পাদক (জিএস) করে এই পরিষদের পাঁচ সদস্যের আংশিক প্যানেল গঠন করা হয়। শুক্রবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ওই পাঁচ শিক্ষার্থী। এই প্যানেলের স্লোগান ‘বেগম রোকেয়ার আদর্শে নারীর ক্ষমতায়ন’। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস পদে স্বতন্ত্র প্রার্থী এ আর এম আসিফুর রহমানকে সমর্থন জানিয়েছে রোকেয়া পরিষদ। সংবাদ সম্মেলনে রোকেয়া পরিষদের ভিপি প্রার্থী মৌসুমী বলেন বলেন, ‘আমি এবং আমার প্যানেলের সবাই স্বতন্ত্র প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন জানাচ্ছি। কারণ, আমরা মনে করি, তিনি একজন যোগ্য প্রার্থী। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সাংবাদিকতা ছেড়ে তিনি ডাকসুর জিএস পদে প্রার্থী হয়েছেন। আমরা তার সঙ্গে আছি। এ ছাড়া আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই, আমাদের সঙ্গে কোনো দলের সম্পৃক্ততা নেই। আমরা স্বতন্ত্র প্রার্থী।’ রোকেয়া পরিষদের অন্য প্রার্থীরা হলেন-সাহিত্য সম্পাদক পদে সানজিদা আফরিন, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ইতু আহমেদ, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে কমলা মারমা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৯/ইয়ামিন/ইভা