শিক্ষা

ডাকসু নির্বাচন : নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, রিডিং রুম, লাইব্রেরি, হলের রুমে রুমে গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভোটার, প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে ভাষণ দেন। সেখানে পৌনে এক ঘণ্টার মতো অবস্থান শেষে প্রার্থীরা ফের ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচার চালাচ্ছেন। প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোট, স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন। বিতরণ করছেন লিফলেট। প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন যে, নির্বাচিত হলে তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সব আন্দোলনে পাশে থাকবেন। রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৯/ইয়ামিন/রফিক