শিক্ষা

রাঙামাটিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনে দায়িত্বরত পোলিং অফিসারসহ সংশ্লিষ্টদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘পার্বত্য চট্টগাম নিয়ে চিন্তিত শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যোগ দেন। মানবন্ধনে লিখিত বক্তব্যে মিনহাজ মুরশীদ বলেন, ‘নির্বাচনী কার্যক্রম শেষে রাঙামাটির সীমান্তবর্তী এলাকা সাজেক থেকে ফেরার পথে পোলিং অফিসারসহ অন্যদের গাড়িতে হামলা করেছে পাহাড়ের সন্ত্রাসীরা। এতে অনেকে হতাহত হয়েছেন। এভাবে বছরের পর বছর ধরে পাহাড়ের সন্ত্রাসীদের দ্বারা সাধারণ মানুষের জীবন ঝুঁকি, হুমকি, খুনের মুখে। তিনি আরো বলেন, সরকার যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে উন্নত বিশ্বের স্বপ্ন দেখছে, পাহাড় তখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকারের উচিৎ, পাহাড়ের এসব সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়ামিন/রফিক