শিক্ষা

প্রতিমাসের ৫ তারিখের মধ্যে পরিদর্শন প্রতিবেদন পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : প্রতিমাসের ৫ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিদর্শন প্রতিবেদন পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমাসের ২ তারিখ উপজেলা শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা দিয়ে শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে উপজেলা একাডেমিক সুপারভাইজারের পরিদর্শনে প্রাপ্ত তথ্য নির্ধারিত তথ্য ছক অনুযায়ী প্রতিমাসের ২ তারিখ জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠাতে হবে। আর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য প্রতিমাসের ৫ তারিখের মধ্যে একত্রিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইংয়ে পাঠাতে হবে। অধিদপ্তরে নির্ধারিত তথ্য ছকের সফট কপি ও হার্ড কপি পাঠাতে হবে। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়ামিন/রফিক