শিক্ষা

ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে : ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, প্রতিটি নির্বাচনেই কিছু সমস্যা থাকে। তবে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে। তা না হলে ছাত্রলীগ সব প্যানেলেই জয়ী হতো। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘নির্বাচনে অনেক ঘটনা ঘটলেও সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সব নির্বাচনেই কিছু না কিছু ঘটে। কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল, তা পুনরায় গ্রহণ করা হয়েছে। রোকেয়া হলেও নতুন করে ভোট গ্রহণ করা হয়। বেশি ঝামেলা হলে ছাত্রলীগ সব প্যানেলই জয়ী হতো। সেটা না হওয়ার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ এখনো ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে বলে দাবি করেন ছাত্রলীগ সভাপতি। আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরত, লাশ পড়ত, উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি বলেন, সেই পরিবেশ এখন আর নেই। ফের ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগের সভাপতি বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য তাদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখতে হবে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান রেজওয়ানুল হক চৌধুরী শোভন। রাইজিংবিডি /ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়ামিন/রফিক