শিক্ষা

লাইব্রেরির সামনে চিরচেনা জারুল গাছটি আর নেই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনের জারুল গাছটি চেনেন না এমন শিক্ষার্থীর সংখ্যা হয়তো একেবারেই হাতেগোনা। প্রথমবর্ষ থেকে পড়াশোনার শেষ পর্যন্ত এমনকি সাবেক অনেক শিক্ষার্থী এসেও গাছটির নীচে দীর্ঘক্ষণ আড্ডা দিতেন।  কিন্তু সেই গাছটি আর নেই। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেটি কেটে ফেলা হচ্ছে আজ।  মঙ্গলবার রাতে ঝড়ে ভেঙে গেছে সেটি। হাজারো স্মৃতির স্বাক্ষী গাছটি হারিয়ে স্বভাবতই মন খারাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ নিয়ে প্রকাশ্যেই নিজেদের কষ্টের অনুভূতিও প্রকাশ করছেন তারা।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে এ নিয়ে পোস্ট দিচ্ছেন। শহীদুল্লাহ নামের একজন ভাঙা গাছটির ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘বৃক্ষ ও পুরাণ।  কত স্মৃতি, কত ইতিহাসের সাক্ষী। লাইব্রেরির সামনে নিমতলা, আমতলা, জামতলা, সব তলার সমুলে উৎপাটন।  আজ প্রিয় জারুল গাছটি মহাপ্রয়াণের এক বেদনার পাদটীকা, তার বিদায়ের দায় থেকে সে মুক্ত।  আমরা কিংবা প্রকৃতির কাছে রেখে গেল প্রশ্ন, আমি এই বিদায় চাইনি।’ সুস্মিতা রায় সৃষ্টি নামের একজন লিখেছেন, ‘কান্না পাচ্ছে অনেক।  অনেক পুরোনো একজন পরিবারের সদস্যকে হারালো ঢাবি। ’ এ ছাড়া এ এম মাইমুন আহম্মেদ সজীব লিখেছেন, ‘দেখে আসলাম সবেমাত্র।  কেমন জানি একটা চিনচিন ব্যথা অনুভব হলো।’ এর আগেও সেন্ট্রাল লাইব্রেরির সামনে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক পুরোনো স্মৃতিবিজড়িত গাছ এভাবে ঝড়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।

   

রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৯/ইয়ামিন/সাইফুল