শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার রাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন ১৯৯০ (২০০২ এ সংশোধিত) এর ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুককে ভাইস চেয়ারম্যান করে ২০ সদস্যের কমিটির সমন্বয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করা হলো। এ পরিষদ তিন বছরের জন্য গঠন করা হয়েছে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৯/ইয়ামিন/ইভা