শিক্ষা

‘নুসরাত হত্যার বিচার না হলে ছাত্রসমাজ বসে থাকবে না’

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানবন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, সরকার যদি বিচার করতে না পারে, তাহলে বাংলার ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, নুসরাতের মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংগঠনের আরেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বলেন, সন্ত্রাসী ধর্ষকদের বিচার এ বাংলার মাটিতে হতে হবে, নয়তো তারা বারবার এ ধরনের ঘটনা ঘটাবে।  পরে সাড়ে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।  মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুনরায় মানববন্ধন করেন তারা। রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৯/ইয়ামিন/রফিক