শিক্ষা

কওমি শিক্ষাবোর্ডের প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ-এর দাওরায়ে হাদিসের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বুধবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনামের অধিকারী কওমি শিক্ষাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, কলঙ্কিত করেছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। কওমি শিক্ষার সুনাম-সুখ্যাতি বিশ্বজুড়ে। এ শিক্ষা ব্যবস্থার আলাদা একটা ঐতিহ্য ও ইতিহাস আছে। দীর্ঘদিনের সুনামকে যারা ধুলায় মিশিয়ে দিয়েছে, তারা আর যাই হোক, তারা কওমি শিক্ষার সুনাম ও সুখ্যাতি চায় না। তাই তারা ওহীভিত্তিক এ শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে কোন ইসলামবিরোধী শক্তির ক্রীড়ানক হিসেবে কাজ করছে কিনা- তাও খতিয়ে দেখতে হবে।’ তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস করা শরিয়তের দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ। এটা জেনেও যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি দিতে হবে।’

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ