শিক্ষা

‘বাবা যেন আরো কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকে’

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নকিব আহমেদ ভূঁইয়ার বাবা নজির আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় পনের লাখ টাকা প্রয়োজন। দ্রুত চিকিৎসা করানো না হলে হয়তো তাকে বাঁচানো যাবে না। তাই দেশের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন নকিব ও তার পরিবারের সদস্যরা। নকিব চায় তার বাবা যেন আরো কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকে। নকিবের বাবা বর্তমানে বাংলাদেশ স্পেশালাউজড হসপিটালে অধ্যাপক ডা. মোঃ রেজাউল হকের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নকিবের বাবা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ৫-৭ দিনের মধ্যে তার অপারেশন করানো না হলে হয়তো তাকে বাঁচানো যাবে না। আর ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার মত সময় হাতে নেই। তারা আরও জানান, তার অপারেশন এবং অপারেশন পরবর্তী সময়ে চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হবে। তার পরিবারের পক্ষে ১৫ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব নয়। জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নকিব আহমেদ ভূঁইয়ার বাড়ি কসবা উপজেলার মনিয়ন্দ গ্রামে। তার বাবা ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি করতেন। কিন্তু বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে। তিনি মাস খানেক আগে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন ব্রেইন স্ট্রোক হয়েছে। কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়ায় এম আর আই করা হয় এবং এতে ব্রেইন টিউমার ধরা পড়ে। এদিকে নকিব এখনও তার পড়ালেখা শেষ করতে পারেনি। হঠাৎ তার উপরে এতোগুলো টাকার চাপ পড়ায় সেও দিশেহারা। নকিব বলেন, ‘আজ আমার বাবা মরণব্যাধীতে আক্রান্ত। কিন্তু আমি তার ছেলে হয়ে কিছুই করতে পারছিনা। আমি ছেলে হয়ে আমার বাবার চিকিৎসার টাকা না যোগাড় করতে পারলে সন্তান হিসেবে কি দায়িত্ব পালন করতে পারলাম! তিনি সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি তার বাবার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর ০১৫১৬-৭১১৪৫৬ এবং রকেট নম্বর ০১৫২১-২৩১০১৯০।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/দেলোয়ার হোসেন শরীফ/শাহনেওয়াজ