শিক্ষা

বাউবি’র এইচএসসি পরীক্ষা শুক্রবার শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ৫  জুলাই পরীক্ষা শেষ হবে। বৃহস্পতিবার বাউবি'র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৩৩৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় সর্বমোট ১ লক্ষ ৪৫ হাজার ৮ শত ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ৮১ হাজার ৪ শত ২৬ জন পুরুষ এবং ৬৪ হাজার ৪ শত ৬৯ জন নারী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় হতে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে। রাইজিংবিডি/ গাজীপুর /২৫ এপ্রিল ২০১৯/ হাসমত আলী/টিপু