শিক্ষা

সিলেটে পাসের হার ৭০.৮৩, কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ। যা গতবারের থেকে দশমিক ৪১ শতাংশ বেশি। গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ শতাংশ। পাসের হাসের কিছুটা বাড়লেও এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৭শ’ ৫৭ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পায় ৩ হাজার ১শ’ ৯১ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবার কমেছে ৪শ’ ৩৪।এবারের জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ১হাজার ৪শ' ২৬ জন ও মেয়ে ১ হাজার ৩শ' ৩১ জন। সোমবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। তিনি জানান, 'গণিতের প্রশ্ন এবার কঠিন হওয়াতে জিপিএ ৫ কমেছে। তবে সার্বিক ফলাফলের দিক থেকে এবার কোয়ালিটি বেড়েছে বলে দাবি করেন তিনি। এজন্য সার্বিক ফলে তারা সন্তুষ্ট।' এছাড়া সবার সহযোগিতায় প্রশ্ন ফাঁসের গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।' বোর্ডের অধীনে এবার ১লাখ ১৩ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন। পাসকৃতদের মধ্য ছাত্র ৩৫ হাজার ৪শ' ৫৯ জন ও ছাত্রী ৪৪ হাজার ৭শ' ৩ জন। শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ২২। পাসের হারের দিক থেকে এবার ছেলেরা এগিয়ে রয়েছে। বোর্ডে ছেলেদের পাসের হার ৭০ দশমিক ২১ ও মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭৮। রাইজিংবিডি/ সিলেট/ ৬ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/টিপু