শিক্ষা

প্রাথমিকে ঝরে পড়ার হার ১৮.৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিকে ঝরে পড়ার হার ১৮ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি বলেন, ‘২০০৯ সালে ছাত্র-শিক্ষক অনুপাতের নির্ধারিত লক্ষ্য ১:৪৬ এর স্থলে বর্তমানে ১:৩৬ এ উন্নীত হয়েছে । বিদ্যালয়ে ছাত্রছাত্রী অনুপস্থিতির হার ক্রমাগত হ্রাস পাচ্ছে।’

সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপস্থাপনায় তিনি এসব কথা বলেন।

আকরাম-আল-হোসেন বলেন, ‘প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২০০৯ সালের পাশের হার ৮৮ দশমিক ৮৪ শতাংশ থেকে বেড়ে ২০১৮ সালে পাশের হার হয়েছে ৯৭ দশমিক ৫৯ শতাংশ। এ অর্জন প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির উল্লেখযোগ্য উদাহরণ।’

সচিব বলেন, ‘প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করা সাংবিধানিক দায়িত্ব। এমডিজি অর্জনের পর জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে সকল ছেলেমেয়ের জন্য সম্পূর্ণ অবৈতনিক, একীভূত মানসম্মত ও জীবনব্যাপী প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/ইয়ামিন/হাকিম মাহি