শিক্ষা

৩০ জুলাই থেকে জেএসসির ফরম পূরণ

সচিবালয় প্রতিবেদক : আগামী ৩০ জুলাই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ৬ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের টাকা জমা দেয়া যাবে।

সোমবার ঢাকা বোর্ড প্রকাশিত জেএসসি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাই শিক্ষার্থীদের তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকা অনুসারে আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে জেএসসি পরীক্ষার ফরম পূরণ করা যাবে।

৬ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া জেএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেওয়া যাবে। ২৫ টাকা বিলম্ব ফি দিয়ে ৮ আগস্ট পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেয়া যাবে।

জানা গেছে, জেএসসি পরীক্ষার ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ১০০ টাকা দিতে হবে। আর কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/হাসান/রফিক