শিক্ষা

পাস ও জিপিএ-৫ এ এগিয়ে বিজ্ঞান বিভাগ

নিজস্ব প্রতিবেদক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সকল বিভাগেই এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ে অনেক এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন।

জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২ লাখ ৬২ হাজার ৯৫২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২ লাখ ২৫ হাজার ১২ জন। পাসের হার ৮৫ দশমিক ৫৭ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৫ লাখ ৯৮ হাজার ২৯৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ লাখ ৮৯ হাজার ৪২১ জন। পাসের হার ৬৫ দশমিক ০৯ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে থেকে ২ লাখ ৬৪ হাজার ৮৮০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ লাখ ৯৪ হাজার ৭১৬ জন। পাসের হার ৭৩ দশমিক ৫১ শতাংশ।

একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১ হাজার ১৯২ জন। আর মানবিকে ৪ হাজার ৬২৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৯০ জন।

 

রাইজিংবিডি/ ঢাকা/১৭ জুলাই ২০১৯/হাসিবুল/হাকিম মাহি