শিক্ষা

নির্ধারিত সময়ে পাঠদানের নির্দেশ

সচিবালয় প্রতিবেদক : সুনির্দিষ্ট সময়সূচি থাকা সত্ত্বেও তা অনুসরণ করে না কিছু বিদ্যালয়। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে পাঠদান করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তর মনে করছে, প্রতিষ্ঠান মনিটরিংয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন। তাই, সব বিদ্যালয়ে নির্ধারিত সময় পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

নির্ধারিত সময়ে পাঠদান নিশ্চিত করতে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের। নির্ধারিত সময়সীমা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা থাকলে তা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করতে বলা হয়েছে। প্রয়োজনে নিজ অঞ্চলের জন্য এক বা একাধিক সূচি তৈরি করতে বলা হয়েছে উপ-পরিচালকদের। আগামী ১৫ দিনের মধ্যে এ সূচির বিষয়ে প্রস্তাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/হাসান/রফিক