শিক্ষা

\`অধিভুক্তি বাতিল নয়, সমাধান চাই\`

নিজস্ব প্রতিবেদক : সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল চান না সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ‘ আমরা অধিভুক্তি বাতিল চাই না। আমরা চাই অধিভুক্তির ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ।’

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক আবু বকর সোমবার মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, ‘একটি অংশ আমাদের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যে, আমরা নাকি অধিভুক্তি বাতিল চাই। এটি ভুল। আমরা চাই সমস্যার সমাধান। যদি বৈজ্ঞানিক উপায়ে সমস্যা সমাধানের নামে অধিভুক্তি বাতিল করা হয় তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।’

এদিকে, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফটকে তালা মেরে দেয় শিক্ষার্থীরা। পরে ভিসির আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে। তবে বাতিল ছাড়া কোনো সমাধান মানতে রাজি নন ঢাবির শিক্ষার্থীরা। রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৯/ইয়ামিন/জেনিস