শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি প্রবিধান সংশোধনের সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সভা করবে মন্ত্রণালয়।

সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০১৯ সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ২২ আগস্ট বিকেল ৪টায় এ সভা হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এতে সভাপতিত্ব করবেন। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব এবং নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত থাকবেন। রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/ইয়ামিন/রফিক