শিক্ষা

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান অধ্যাদেশ বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টা থেকে শতাধিক শিক্ষার্থী ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের একাডেমিক ভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১.প্রহসনের অধ্যাদেশ বাতিল করে বিভিন্ন কোর্সে অকৃতকার্য শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল না করে ক্রেডিট লস সিস্টেম চালু করা।

২.বর্তমানে বাতিল হওয়া দুই শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া।

৩.শিক্ষকদের ক্লাস রুটিন অনুযায়ী যথাসময়ে ক্লাস নেওয়া।

৪.সেমিস্টার শুরু হওয়ার পূর্বে সকল প্রকার ব্যবহারিক ক্লাস ও টিউটোরিয়াল পরীক্ষা শেষ করা।

৫. সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা

এবং

৬. রানিং মাস্টার্স কোর্স চালু করা।

আন্দোলনকারী শিক্ষার্থী আসিফ মঈনুদ্দিন রাইজিং বিডিকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে ক্রেডিট লস সিস্টেম চালু থাকলেও, এই ইনস্টিটিউশনের ৫৮টি কোর্সের কোনটিতে একছাত্র দুইবার অকৃতকার্য হলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। যা শিক্ষার্থদের জন্য চরম বৈষম্য।

তাই বর্তমানের অধ্যাদেশ বাতিল করে। ক্রেডিট লস সিস্টেম চালু সহ সকল সমস্যা সমাধানের জন্য এ আন্দোলন।

ইনস্টিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যপক ড. দানেশ মিয়া রাইজিং বিডিকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একাডেমিক মিটিংয়ের মাধ্যমে তাদের আগামী পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। যৌক্তিক দাবিগুলো একাডেমিক মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হবে। রাইজিংবিডি/চবি/২৬ আগস্ট ২০১৯/জারিফ/বুলাকী