শিক্ষা

বাংলাদেশ ব্যাংকে চাকরিপ্রত্যাশীদের জন্য সেমিনার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন ক্যারিয়ার-সচেতন তরুণ-তরুণীদের অনেকে। তাদের অধিকাংশই সঠিক দিকনির্দেশনার অভাবে প্রায়ই বিভ্রান্ত হন এবং ভুল পথে এগিয়ে যান।

এসব চাকরিপ্রত্যাশীর জন্য ‘ইকলেকটিক এডুকেশন’ এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ‘গন্তব্য : বাংলাদেশ ব্যাংক’ শীর্ষক সেমিনার। এ সেমিনার আয়োজনে সহযোগিতা করছে ভয়েস অব বিজনেস।

সেমিনারে আলোচ্য সূচির মধ্যে থাকছে- প্রশ্ন ও সমাধান পর্ব, বিবরণপত্র, ইকলেকটিক এডুকেশনের কোর্সের বিবরণ, মক টেস্ট, সমাধান পর্ব ও ফিডব্যাক এবং দিকনির্দেশনা ও পরামর্শমূলক পর্ব।

সেমিনারে অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক শাকিল চৌধুরী, নাহিদ আহমেদ এবং মোয়াজ্জেম হোসেন।

৪ সেপ্টেম্বর বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় শিক্ষা অনুষদের প্রফেসর হাবিবুল্লাহ কনফারেন্স হলে এ সেমিনার হবে। রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/ইয়ামিন/রফিক