শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের অভিন্ন নীতিমালা প্রত্যাহার দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি : সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়নে অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করছে। যেটি এখানো প্রকাশ করা হয়নি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষক সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন চলাকালে শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আশিকুর রহমান ভূঁইয়া বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যা তারা প্রত্যাখান করছেন।

তিনি আরো বলেন, ‘‘এই নীতিমালা প্রসঙ্গে যতটুকু জানতে পেরেছি, তা হলো এই নীতিমালা শিক্ষকবন্ধব হয়নি। তাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের নিয়ে আলাপ আলোচনা করে নতুন নীতিমালা করতে হবে, যা শিক্ষকরা মেনে নেবেন।’’ রাইজিংবিডি/গোপালগঞ্জ/৫ সেপ্টেম্বর ২০১৯/ বাদল সাহা/বকুল