শিক্ষা

বাউবির এইচএসসির পাসের হার ৪৮ দশমিক ৩৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ।

রোববার বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউবির এইচএসসি প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০,৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪,২৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৬৪০ জন এ, ৪২২৮ জন এ-, ১২২৭৯ জন বি, ১৪১৪১ জন সি এবং ২৯৬৩ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭৪২৫ জন ছাত্র অর্থাৎ শতকরা ৪৫ দশমিক ৫৮ ভাগ এবং ১৬৮২৬ জন ছাত্রী অর্থাৎ শতকরা ৫১ দশমিক ৬৪ ভাগ।

একই সঙ্গে এইচএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। এতে ৭৭৮৪৯ জন শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার্থীদের (GPA) bou.ac.bd Ges Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। রাইজিংবিডি/গাজীপুর/১৫ সেপ্টেম্বর ২০১৯/হাসমত আলী/সাইফ