শিক্ষা

পাবিপ্রবিতে নতুন ভিসির যোগদান

জেলা প্রতিবেদকপাবনা, ৩ জানুয়ারি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর ড. আল-নকীব চৌধুরী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে যোগ দিয়েছেন।গত ১ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি তাকে পাবিপ্রবির ভিসি হিসেবে তাকে নিয়োগ দেন। গত ২ জানুয়ারি ভাইস চ্যান্সেলর হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ড. আল-নকীব চৌধুরী। এ উপলক্ষ্যে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ বিদ্যাপিট হিসেবে বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তোলা হবে। শিক্ষার মান উন্নয়ন করা হবে। আধুনিক বিশ্বের চাহিদার সাথে মিল রেখে নতুন নতুন বিভাগ চালু করা হবে। অল্পদিনের মধ্যেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সারাদেশের শিক্ষানুরাগী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে মত ব্যক্ত করেন তিনি।এর আগে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল  শুভেচ্ছা জানান।

রাইজিংবিডি / শাহীন রহমান / রণজিৎ