শিক্ষা

‘অনেক বান্ধবীর বাল্যবিয়ে ঠেকাতে পারিনি’

স্টেট ইউনিভার্সিটি অব ল ডিবেটিং সোসাইটির উদ্যোগে আইনি সচেতনতা বিষয়ক ‘বাল্যবিবাহ: সমস্যা এবং প্রতিকার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার 'কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়' প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভা হয়।

সভার উদ্দেশ্য ছিল বিভিন্ন স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন আইনি বিষয়ে সচেতন করা।

অনুষ্ঠানে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব ল ডিবেটিং সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক নাজিয়া রহমান, কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডিবেটিং সোসাইটির সিনিয়র সদস্য প্রণব সাহা, সভাপতি নাজমুন নাহার, সেক্রেটারি তানিয়া উম্মেহানিসহ সংগঠনের ১৫ জন সদস্য।

অনুষ্ঠানে বাল্য বিবাহ রোধে যেকোনো সমস্যা সমাধানের জন্য মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি, লিগ্যাল এইড অফিস এবং অ্যাডভোকেটদের মোবাইল নম্বর দেয়া হয়।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘আমার অনেক বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, আমরা ঠেকাতে পারি নাই। এখন থেকে আমরা আপনাদের দেয়া মোবাইল নম্বরে ফোন দিয়ে বাল্যবিবাহ বন্ধ করব।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আমার ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ বন্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

মডারেটর নাজিয়া রহমান বলেন, ‘সমাজের যেকোনো প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদের সংগঠন এরকম সচেতনতামূলক অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’ এসইউবি/প্রণব সাহা/হাকিম মাহি