শিক্ষা

শিক্ষার্থীদের দাবি পূরণে বদ্ধপরিকর: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি পূরণ করতে আমরা বদ্ধপরিকর।

বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের রিডিংরুম পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

শুক্রবার জিয়া হল পরিদর্শনে যান ড. মো. আখতারুজ্জামান।  এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হল ছাত্র সংসদের ভিপি মো. শরিফুল ইসলাম শাকিল, জিএস হাসিবুল হোসেন শান্ত, পাঠকক্ষ সম্পাদক মো. আব্দুল মান্নানসহ হলের শিক্ষার্থীরা।

জিয়া হলে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২০০।  তাদের জন্য আছে মাত্র একটি রিডিংরুম। এই রিডিংরুমে সিট ৭০টিরও কম।  হলে আবাসিক শিক্ষার্থীর তুলনায় রিডিংরুমে সিটের এই অপর্যাপ্ততার জন্য নানা সমস‌্যায় পড়েন শিক্ষার্থীরা। 

উপাচার্য বলেন, আমার সন্তানদের পড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খুব শিগগিরই নেয়া হবে। এছাড়া তিনি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনকে রিডিংরুম নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেন।

শরিফুল ইসলাম শাকিল বলেন, রিডিংরুম সংকট নিয়ে আমরা প্রশাসনের কাছে চিঠি দিয়েছিলাম অনেক আগে। স্যার আজকে আসেন পরিদর্শন করতে। শিক্ষার্থীদের অনেক দিনের চাওয়া রিডিংরুম হবে ইনশাআল্লাহ। ঢাকা/ইয়ামিন/সাইফ