শিক্ষা

ডুয়েট ও কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর জীবন আলেখ্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযুদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। বিশেষ ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল কাশেম।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় পরিপূর্ণতা পায়। কিন্তু ১৯৭৫ সালে একাত্তরের ঘাতক দল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেই বিজয়কে ম্লান করে দেয়।’

কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অনুষদসমূহের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের এই দিনে দেশে প্রত্যাবর্তনের ফলে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১২ জানুয়ারি রোববার আলোচনা সভার আয়োজন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা/আশ্রাফুল/দেলোয়ার/মাহি