শিক্ষা

দুখু মিয়াদের পাশে জাককানইবির শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের সংগঠন ‘সেভ দ্য টুমরো’ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুখু মিয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন এ যুগের দুখু মিয়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ্, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী উল্লাহ্ ও স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক রাকিবুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি সৈকত বলেন, ‘শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সমাজের অসহায় শীতার্ত মানুষদের মাঝে খানিকটা উষ্ণতার পরশ বুলিয়ে দিতে।’

উল্লেখ্য, শৈশবে দুখু মিয়ার মতোই বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাবারের দোকানগুলোতে কাজ করতে হয় এই শতকের শিশু দুখু মিয়াদের। এই হাড়কাঁপানো শীতে এদের পাশে দাঁড়িয়েছে ‘সেভ দ্য টুমরো’ এর বিশ্ববিদ্যালয় শাখা। জাককানইবি/আশিকুর রহমান/মাহি