শিক্ষা

‘টিকে থাকতে হলে ভিন্ন হতে হবে’

পূর্বের চেয়ে বর্তমানে চাকরির বাজার অনেক প্রতিযোগিতাময়। তাই এই প্রতিযোগিতামূলক বাজারে শিক্ষার্থীদের টিকে থাকতে হলে সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। উন্নত ক্যারিয়ার গড়ার জন্য নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে। ব্যতিক্রমধর্মী উদ্ভাবনের মাধ্যমে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে হবে।

বুধবার দুপুরে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ১৬তম 'বেসিস সফট এক্সপো-২০২০' উপলক্ষে ক্যাম্পাস অ্যাক্টিভেশন সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডাই সফট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মো. সাকিব রব্বানী। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের অপারেশন্স অ্যান্ড ক্রিয়েটিভ বিভাগের ডিরেক্টর এইচ এন এম আশফাকুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান মো. করম নেওয়াজ।

সিএসই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আফরিন বৃষ্টির সঞ্চালনায় এ আয়োজনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম প্রদর্শনী ‘বেসিস সফট এক্সপো-২০২০' আগামী (৬-৯) ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সেমিনারের আয়োজন করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ। গবি/অনিক/মাহি