শিক্ষা

নিজ কক্ষ বুঝে পেলেন নুর

হামলার ২৩ দিন পর ডাকসুর নিজ কক্ষে ঢুকতে পেরেছেন ভিপি নুরুল হক। এর আগে হামলার ঘটনার তদন্তের জন্যে এতদিন তাকে চাবি দেয়নি কর্তৃপক্ষ।

বুধবার বেলা আড়াইটার দিকে ভিপির কক্ষের সিলগালা করা তালা খুলে দেয়া হয়। পরে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন ভিপি নুর। সেসময় কক্ষের ল‌্যাপটপ, আলমারি ও জানালা ভাঙচুর অবস্থায় দেখতে পান।

কক্ষে প্রবেশের সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

ভিপি নুর বলেন, ‘গতকালকে তদন্ত কমিটির প্রধান কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন আমাকে ফোন দিয়ে চাবি নেওয়ার জন্য বললেন। স্যার সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আজাদ ভাইয়ের কাছে চাবি দিলে আমরা তার কাছ থেকে সংগ্রহ করি।’

তিনি বলেন, ‘ডাকসুতে হামলার তদন্ত চলছে বলে শুনছি অনেকদিন ধরে। কিন্তু সে তদন্তের শেষ কোথায় আজও জানি না। তদন্ত কমিটি আমাকে ডেকেছিল। আর আজকে রুমের চাবি দেওয়া হবে বলা হয়। কিন্তু আজকে আমি যাওয়ার পরও রুম খোলার ব্যবস্থা করেনি। সত্যিই দুঃখজনক।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সবসময় বিমাতাসুলভ আচরণ পেয়ে থাকেন বলে অভিযোগ করেন তিনি। আজকের ঘটনাও তার বিপরীত নয় বলে উল্লেখ করেন নুর।

 

ঢাকা/ইয়ামিন/সনি